পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১২ নভেম্বর: থানা থেকে ঢিল ছোড়া দুরত্বে এক কুরিয়ার সার্ভিস সেন্টারে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে বালুরঘাটের চকভৃগু এলাকার এমন ঘটনা সামনে আসতেই তুমুল হইচই হয়। এদিন সকালে কুরিয়ার সার্ভিস সেন্টারের ঘর খুলতেই বিষয়টি পরিষ্কার হয় কর্মীদের কাছে। দরজার তালা ভাঙ্গা অবস্থায় ঘরের সমস্ত জিনিসপত্র উলোটপালট দেখতে পেয়েই পুলিশে খবর দেন তারা।
খবর পেয়ে এলাকায় পৌছেই পরিস্থিতি খতিয়ে দেখে বালুরঘাট থানার পুলিশ। যদিও কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের দাবি, সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার মোবাইল ও নগদ টাকা খোয়া গিয়েছে। ডেলিভারি না হওয়া মোবাইল ও ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা নিয়েই চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, সিসিটিভির সিপিইউ নিয়েও চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ।
কুরিয়ার সার্ভিসের মালিক পিঙ্কু দত্ত জানিয়েছেন, সকালে তালা খুলতেই বিষয়টি সামনে এসেছে। ঘটনা জানিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বালুরঘাট থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।