স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ অক্টোবর: ভেজাল বিলিতি মদ উদ্ধারে বড়সড় সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলা আবগারি দপ্তর। শুক্রবার ডালখোলা থানার ভূষামণি গ্রামের দীপচর এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার বিদেশি মদের লেভেল লাগানো ভেজাল মদ ও কাঁচা স্পিরিট উদ্ধার করে আবগারি দপ্তরের কর্মীরা।
জেলা আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্য আবগারি দপ্তরের মালদা ডিভিশনের অ্যাডিশনাল সুপারিন্টেন্ডেন্ট গৌতম দাস ও রায়গঞ্জ আবগারি দপ্তরের ওসি কাকলি চন্দের নেতৃত্বে আবগারি দপ্তরের কর্মীরা উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার ভূষামণি গ্রামের দীপচর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভেজাল বিদেশি মদ, কাঁচা স্পিরিট ও মদ তৈরির সরঞ্জাম এবং বিদেশী মদের লেভেল উদ্ধার করে।
আবগারি দপ্তর সূত্রে জানাগিয়েছে, উদ্ধার হওয়া ভেজাল বিদেশি মদের আনুমানিক মূল্য সাড়ে ৫ লক্ষ টাকা। তবে এই তল্লাশি অভিযানে কাউকে গ্রেফতার করতে পারেনি আবগারি দপ্তর। বিহার রাজ্যে পাচারের উদ্দেশ্যে বেআইনিভাবে এই ভেজাল মদ তৈরি করা হচ্ছিল।