আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২২ নভেম্বর: অ্যাডপার্মার টিবি রোগ নির্ণায়ক মেশিন দান।
হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড-এর সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা অ্যাডপার্মা, তাদের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) উদ্যোগ FY 2025-26- এর অধীনে, যক্ষ্মা (টিবি) রোগ নির্ণয় ক্ষমতাকে শক্তিশালী এবং উন্নত করতে শুক্রবার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি উচ্চমানের কোয়াট্রো ট্রুন্যাট (Quattro Trunaat) মেশিন দান করেছে।
মেশিনটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনিশ ঋষিন ইসমাইল, আইএএস।

এই চার-চেম্বারযুক্ত ট্রুন্যাট মেশিনটির একটি বিশেষ সুবিধা হলো এটি একই সময়ে চারটি টিবি কফ (sputum) নমুনা পরীক্ষা করতে পারে। সরকারি হাসপাতালগুলিতে টিবি ব্যাকটেরিয়ার উপস্থিতি, বিশ্লেষণ এবং ওষুধ-প্রতিরোধের ধরণগুলি নির্ভুলভাবে সনাক্ত করার জন্য এটি ব্যবহৃত হয়। এই যন্ত্র আরও বেশি সংখ্যক মানুষকে বিনামূল্যে পরীক্ষা পাওয়ার সুযোগ করে দেবে। এই উদ্যোগটি টিবি নির্মূলের দিকে ভারতের যাত্রাকে উল্লেখযোগ্যভাবে সমর্থন করে এবং জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি (National Tuberculosis Elimination Programme – NTEP)-কে শক্তিশালী করে।
অনুষ্ঠানে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের চিফ মেডিকেল অফিসার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির ডঃ বিভাস রায়, জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির (NTEP) ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর (DPC), ডিস্ট্রিক্ট টিউবারকিউলোসিস কন্ট্রোল অফিসার ডঃ শুভদীপ বাগ।

এছাড়াও উপস্থিত ছিলেন এসডিও তমলুক, বিডিও পাঁশকুড়া, এইচপিএল (HPL) এবং টিসিজি ফাউন্ডেশনের (TCG Foundation) আধিকারিকবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এই যন্ত্রটি প্রতিস্থাপিত হওয়ার ফলে আগামী দিনে সাধারণ মানুষের খুবই উপকার হবে।

