রাজেন রায়, কলকাতা, ২৮ অক্টোবর: করোনা ভর্তি যাই থাক, স্কুল কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া চলছেই। ২ নভেম্বর থেকে শুরু হবে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন পত্র পূরণ করে জমা দেওয়া যাবে। এরপর ভর্তির বাকি প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেবে কর্তৃপক্ষ। পুজোর মধ্যেই বিভিন্ন বিভাগের স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা এবং তার ফলাফল প্রকাশ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর নভেম্বরের গোড়াতেই এম এ এম এসসি এবং এম কমে পড়ুয়া ভর্তির জন্য বিজ্ঞপ্তি জারি করা হল।
এই বছরে ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হওয়ার ছাত্র-ছাত্রীর সংখ্যা বেড়ে গিয়েছে। এর পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশয় দেখা দিয়েছে এত সংখ্যক ছাত্র-ছাত্রীকে কিভাবে স্নাতকোত্তর স্তরে আসন দেওয়া সম্ভব তা নিয়ে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গত বছরের তুলনায় এ বছর বিএ ও বিএসসি বিভাগে ফার্স্ট ক্লাসের পাস করা পড়ুয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে গেলে বাইরের বিশ্ববিদ্যালয়ের ছাত্র দের প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। তবে এবারে সেটা সম্ভব নয়। তবে আপাতত আবেদনপত্র পূরণের কাজ কিছুটা সেরে রাখতে চাইছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপর ভর্তি প্রক্রিয়া নিয়ে আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।