পুরুলিয়ার পৌরসভার ‘বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস’ এর প্রশাসক বিদায়ী পুরপ্রধান শামিম দাদ খান

সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৭ মে: পুরুলিয়ার পৌরসভার ‘বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস’ এর প্রশাসক পদে বসছেন বিদায়ী চেয়ারম্যান শামিম দাদ খান। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর তাঁকে এই পদে নিযুক্ত থাকার কথা আজ লিখিত ভাবে জানায়। টানা পাঁচ বছর পূর্ণ করে আজই পুরুলিয়া পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের শেষ দিন। বৃহস্পতিবার তিনি তাঁর নতুন পদে থেকে পুরসভা পরিচালনার দায়িত্ব নেবেন। তার সঙ্গে নতুন এই বোর্ডের সদস্য হিসেবে থাকছেন বিদায়ী উপপ্রধান বৈদ্যনাথ মন্ডল, ময়ূরী নন্দি, মৌসুমী দত্ত এবং মৌসুমী ঘোষ।

বিদায়ী পুর প্রধান শামিম দাদ খান জানান, ‘করোনা আবহে আমাদের বোর্ডের মেয়াদের আজ শেষ দিন। এই পরিস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। স্বাভাবিকভাবেই পুরসভার উন্নয়ন এবং পরিষেবা মূলক কাজ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেয় রাজ্যের পুর দফতর। চলমান কাজ ও পরিষেবা সচল রাখার নতুন দায়িত্ব পেয়ে ভালো লাগছে।’

একই ভাবে তৃণমূল কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভারও মেয়াদ শেষ হচ্ছে আজ। আগামীকাল থেকে প্রশাসক হিসেবে দায়িত্ব নেবেন বিদায়ী পুরপ্রধান প্রদীপ কর্মকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *