আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭মার্চ : লকডাউনের সময় শহরবাসীকে বাড়িতে থাকার আবেদন জানিয়ে অভিনব উদ্যোগ নিয়েছে মেদিনীপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
লকডাউনের সময়ে অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকা মানুষদের সচেতন করতে, মেদিনীপুর শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলির প্রশস্ত রাস্তায় গতকাল রাতে প্রশাসনের উদ্যোগে ছবি আঁকা হয়েছে। করোনা ভাইরাসের ভয়াবহতা, কীভাবে তার থেকে রক্ষা পাওয়া যাবে, কী করা উচিত এসব বোঝানো হয়েছে ছবি আঁকার মাধ্যম। মেদিনীপুরের মহকুমাশাসক তথা মেদিনীপুর পুরসভার প্রশাসক দীননারায়ণ ঘোষ জানান, এই সংকটের সময় রাস্তায় ছবি এঁকে পথচলতি মানুষদের বাড়িতে থাকার আবেদন জানানো এবং তাঁদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এই কাজের মূল উদ্দেশ্য।