Congress, Sumon Roy chowdhury, “তথ্যপ্রমাণ লোপাট করে প্রশাসন অপরাধীদের নিরাপত্তা দিয়েছে,” কটাক্ষ কংগ্রেসের

আমাদের ভারত, ১৮ জানুয়ারি: “আদালতের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে বলছি, এই ক্ষেত্রে আগে প্রহসন ঘটেছে। তারপর বিচার প্রক্রিয়া চলেছে। আর জি কর-কাণ্ডের রায় ঘোষণার পর শনিবার প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুমন রায়চৌধুরী এই মন্তব্য করেন।

আর জি কর-কাণ্ডে এই প্রথম কেউ ‘দোষী’ সাব্যস্ত হলেন। শিয়ালদহ আদালত সোমবার তার শাস্তি ঘোষণা করবে। কিন্তু সুমনবাবুর কথায়, “তথ্যপ্রমাণ লোপাট করে প্রশাসন অপরাধীদের নিরাপত্তা দিয়েছে।”

প্রসঙ্গত, সিবিআইয়ের পেশ করা তথ্যপ্রমাণের ভিত্তিতে সঞ্জয় যে ধর্ষণ-খুনে দোষী প্রমাণিত, সে কথা শনিবারই বিচারক জানিয়ে দিয়েছেন। আদালত এ কথাও শনিবার জানিয়ে দিয়েছে যে, ওই অপরাধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সর্বনিম্ন যাবজ্জীবন কারাবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *