আমাদের ভারত, হুগলী, ১৮ এপ্রিল: ফের কোয়ারেন্টাইন সেন্টার করতে গিয়ে বাধার মুখে পড়ল প্রশাসন। ঘটনা হুগলীর চন্দননগরের বিদ্যালঙ্কা এলাকার। চন্দননগর পালপাড়ার বিদ্যাল্কায় বন্ধ হয়ে থাকা পুরনো ক্যানসার হাসপাতালে কোয়ারেন্টাইন সেন্টার করাকে কেন্দ্র করে উত্তেজনার সুত্রপাত।
এলাকার বাসিন্দারা এই এলাকায় সেন্টার করতে আপত্তি জানিয়েছেন। তাদের বক্তব্য কয়েকদিন ধরে এলাকায় এই সেন্টার তৈরীর কাজ চলছে, যা নিয়ে অবগত ছিলেন না তারা। এমনকি এখানকার বর্জ ফেলার যে যায়গাটি করা হয়েছে তা পাশের বাড়ির একেবারে লাগোয়া। যেখান থেকে সংক্রমন ছড়ানোর আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।

