আমার ভারত, মুর্শিদাবাদ, ১১ আগস্ট: কোভিড ১৯ সংক্রমণের মধ্যে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে এক ছাত্রীর বিয়ে রদ করল খড়গ্রাম ব্লক প্রশাসন ও খড়গ্রাম পুলিশ। মঙ্গলবার দুপুরে খড়গ্রাম থানার অন্তর্গত ক্যানেলপাড় উত্তর কাজীপাড়ায় সেলিমা খাতুন নামের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের খবর জানতে পারে খড়গ্রাম পুলিশ প্রশাসন।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি স্থানীয় প্রধান, পঞ্চায়েত সদস্য, ব্লক প্রশাসনের আধিকারিক ও পুলিশ গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। মেয়ের ১৮ বছর বয়সের আগে বিয়ে দেওয়া যাবে না। সেলিমার বাবা সেলিম শেখের কাছে মুচলেখাও নেয় প্রশাসনের আধিকারিকরা। কান্দি থানার পুরন্দরপুর এলাকায় পাত্রপক্ষ এদিন সেলিমের বাড়িতে উপস্থিত হয়েছিল, যদিও পাত্রপক্ষকেউ ফিরিয়ে দেয় প্রশাসন। খালি হাতে বিয়ে না করেই ফিরে যেতে হয় পাত্র পক্ষকে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে এদিন সেলিমার অভিভাবকদের জানিয়ে দেওয়া হয় সরকারি সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হবে ওই ছাত্রীকে। যদিও এ বিষয়ে সেলিমা খাতুনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি তাদের জানা ছিল না।