সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্বন্ধ্যে কুরুচিপূর্ণ মন্তব্যে ক্ষুব্ধ আদিবাসী সমাজ। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির পদত্যাগ ও আইনানুগ শাস্তির পক্ষপাতী বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

আজ বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে তিনি বাঁকুড়া জেলার আদিবাসী অধ্যুষিত গঙ্গাজলঘাঁটি থানার আমডাঙ্গা গ্ৰামে হাজির হন। সেখানে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করার পাশাপাশি ভাইবোনদের সাথে সহভোজনে মিলিত হন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অখিল গিরির মন্তব্য প্রসঙ্গে মত প্রকাশ করেন। তিনি বলেন, আজকের এই দিনটিকে কেন্দ্রীয় সরকার জনজাতি গৌরব দিবস হিসাবে ঘোষণা করেছে।


