সাথী দাস, পুরুলিয়া, ১৯ মে: ২২মে জঙ্গল মহল সহ সারা রাজ্যে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিল আদিবাসী সেঙ্গেল অভিযান নামে আদিবাসীদের একটি সংগঠন। আদিবাসীদের এই বনধের ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে পুরুলিয়ার রাজনৈতিক মহলে। আদিবাসীদের সংগঠনের তরফে বনধের ঘোষণায় চিন্তার ভাঁজ পড়েছে পুলিশ প্রশাসন থেকে জেলা তৃণমূলের মধ্যেও।
পুরুলিয়া শহরের একটি হোটেলে সংবাদ মাধ্যমের কাছে বনধ প্রসঙ্গে আদিবাসী সেঙ্গেল অভিযানের রাষ্ট্রীয় সভাপতি সালখান মুর্মু বলেন, “রাজ্যে আদিবাসীদের বঞ্চিত করা হচ্ছে।” কুড়মিদের এসটি হওয়ার বিরোধিতা করে তিনি বলেন, “কুড়মি নেতাদের সঙ্গে কয়েক দিন আগে নবান্নতে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কুড়মিদের দাবি মেনে নেওয়ার কথা বলেছেন। এটা হলে বর্তমান এসটি’দের সর্বনাশ হয়ে যাবে।” এই দাবি করে সালখান মুর্মু বলেন, “কুড়মিদের এসটি করা কোনো ভাবেই মেনে নেবেন না তারা। বনধের অন্যতম কারণ এই বিষয়টিও।”