সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২ আগস্ট: দীর্ঘদিন জঙ্গলের জমিতে বসবাস ও চাষ আবাদ করার পরেও সরকারি নিয়মমতো পাট্টা না পাওয়ায় আদিবাসীরা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে পাট্টাহীনদের পাট্টা প্রদান, পাট্টা প্রাপকদের পরচায় সঠিক ভাবে জমির চরিত্র উল্লেখ ও দেওচা, অযোধ্যা ও তিলাবনিতে উন্নয়নের নামে আদিবাসীদের উচ্ছেদ করা চলবে না ইত্যাদি দাবিতে আজ সকালে আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের পক্ষ থেকে অতিরিক্ত জেলাশাসক ও জেলা বন আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
তামলিবাঁধে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু আদিবাসী জমায়েত হন। সেখান থেকে মিছিল করে জেলা প্রশাসকের দপ্তরের সামনে তারা হাজির হন। সেখানে আদিবাসীদের সমস্যার কথা তুলে ধরা হয়। পরে এক প্রতিনিধি দল অতিরিক্ত জেলা শাসকের হাতে স্মারকলিপি প্রদান করেন।
মঞ্চের পক্ষে বাবলু ব্যনার্জি বলেন, অদিবাসীরা দীর্ঘদিন ধরে জঙ্গলের জমি নিজেদের দখলে রাখলেও পাট্টা সংক্রান্ত সমস্যায় জেরবার। সরকার আদিবাসীদের বনের জমি পাট্টা দেওয়ার কথা ঘোষণা করলেও আজও বহু আদিবাসী জমির পাট্টা পায়নি, যদিও বা পাট্টা কেউ কেউ পেয়েছেন সেই পাট্টার পরচা মেলেনি। কোনও ক্ষেত্রে আবার জমির চরিত্রের বিবরণে “জঙ্গল “উল্লেখ থাকায় সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এই সমস্যার আশু সমাধান না হলে দুর্গাপুজোর পর সমস্ত আদিবাসী সংগঠনকে একত্রিত করে আন্দোলন শুরু করা হবে। এর ফলে বাঁকুড়া অচল হয়ে পড়বে বলে তিনি হুঁশিয়ারি দেন।

