ডেবরার বালিচকে শুরু হল আদি বালিচক উৎসব ও মেলা, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ ডিসেম্বর: ডেবরার বালিচকে আজ থেকে শুরু হল আদি বালিচক উৎসব ও মেলা। এই মেলা ও উৎসব আজ ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এবার এই উৎসব ২০ বছরে পদার্পণ করলো।

২০০৩ সালে যখন উৎসব শুরু হয়, সেই সময় ভোগপুর মাঠে মেলা বসত। এখন মেলার আকার বড় হওয়ায় মেলা ও উৎসব হয় বালিচক ভজহরি বিদ্যালয় প্রাঙ্গণে। প্রতিদিনই মেলা প্রাঙ্গণে ভিড় উপচে পড়ে। মেলার কর্ণধার ডেবরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রদীপ কর। ২০০৩ সালে কাশীনাথ ঘোষ, উৎপল শুড়, তারক ঘোষ, রাম কুইল্যা সহ একঝাঁক যুবককে সঙ্গে নিয়ে তিনি এই মেলার পথচলা শুরু করেন। এই মেলা ডেবরার মানুষের মনে জায়গাও করে নিয়েছে। 

আজ সন্ধ্যায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অমল পান্ডা, আশিষ হুদাইত, নির্মাল্য চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জি, সহ অন্যান্য ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আধিকারিকবৃন্দ। আদিবাসী নৃত্য ও বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে উৎসবের সূচনা হয়। মেলায় হস্তশিল্প, নানা রকম খাবার সহ বিভিন্ন স্টল রয়েছে। ছোটদের মনোরঞ্জনের জন্যও নানা ব্যবস্থা থাকছে। প্রতিদনিই বসবে সঙ্গীতের আসর। সেই আসরে মুম্বইয়ের শিল্পী অমিত কুমার, সারিকা সিং ও শাহিদ রফি, রূপঙ্কর বাগচি, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, সোমনাথ মুখোপাধ্যায়, লিজা শাহা, কুমার সঞ্জয়, মিস জোজো সঙ্গীত পরিবেশন করবেন। মেলা শুরু হতে না হতেই সকাল থেকে উৎসাহী জনতার ভিড় জমেছে মেলার মাঠে।

প্রদীপবাবু বলেন, উৎসব কমিটির পক্ষ থেকে আগামী দিনে বালিচকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু ও জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি বসানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *