আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৮ ফেব্রুয়ারি: গতকাল পুরভোটে বহরমপুর শহর সহ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে কংগ্রেস কর্মীরা। কংগ্রেস কর্মী থেকে এজেন্ট এবং প্রার্থীদের মারধর করা হয়। এই অভিযোগে সোমবার সন্ধ্যায় পথে নামেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীর চৌধুরী মাঠে নামলে তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় তৃণমূলের পক্ষ থেকে।
রাজ্য জুড়ে সন্ত্রাসের অভিযোগে বহরমপুর শহর জুড়ে মোমবাতি হাতে মৌন মিছিল করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।অধীর চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস সহ স্হানীয় কংগ্রেস নেতৃত্ব। সোমবার সন্ধ্যায় বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয় থেকে এই মিছিল শুরু করে বহরমপুর শহর পরিক্রমা করে।

বহরমপুরে মিছিল শেষে অধীর চৌধুরী বলেন, আনিস খান হত্যা কান্ডে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা বুঝতে পেরেছে। মুসলিমদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সংকীর্ন রাজনীতি করে। রিজওয়ানুর রহমান নিয়ে করলেও আনিস খান নিয়ে চুপ। সরকারের কারচুপি ধরা পড়ে যাচ্ছে। দিদি এখন নতুন স্টাইল নিচ্ছে দিদি আন্দোলন করছে। দিদি রাজনৈতিক ফায়দা লোঠার সময় নয়। বাংলা জুড়ে জন মানসের প্রবল আলোড়ন পড়েছে। দিদি সংখ্যালঘুদের কত দেখভাল করেন বাংলার মানুষ বুঝেছেন। দিদির কাছে বিজেপি অনেক কাছের।

