আমাদের ভারত, মালদা, ৮ ডিসেম্বর: দিদির দুধেল গাই হারিয়ে গেছে। তার দলের নেতারা পালিয়ে যাচ্ছে। আর তিনি আমাদের গালমন্দ করছেন। মালদার মহামিছিলের জনসভায় যোগ দিয়ে একথাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
তিনি বলেন, যারা দিদির দলের হয়ে এই বাংলায় এই মালদায় পঞ্চায়েত নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয়নি, কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, মুর্শিদাবাদে গিয়ে বলেছিল অধীর চৌধুরী বিজেপিতে চলে যাবে মুসলমানরা ভোট দিও না। তারাই এখন দেশ ছেড়ে পালাচ্ছে। চোর বাটপার সব দিদির দলে। বাংলায় যে বিজেপি এসেছে তার নায়িকা আপনি। ডাকাত কি রানি বলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন অধীর চৌধুরী। পাশাপাশি যেসব তৃণমূলের নেতারা কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূলে গিয়েছিলেন তাদেরকে কংগ্রেসের ফেরত আসার আবেদন জানান তিনি।
আজ মালদার জেলা প্রশাসনিক ভবনের সামনে কৃষি বিলের বিরোধিতা করে সভা করে কংগ্রেস। মালদা শহরের বালুরচর এলাকা থেকে গোটা শহর মিছিল পরিক্রমা করে এরপর শুরু হয় সভা। সংবাদমাধ্যমের সামনে শুভেন্দু অধিকারীর ওপর হামলা হওয়ার আশঙ্কা প্রকাশ করেন অধীর চৌধুরীও। নির্বাচনের আগে নিজেদের ঘাঁটি মজবুত করতেই এদিনের এই সভা বলে মনে করছে রাজনৈতিক মহল।