বিশ্বরূপ অধিকারী, বহরমপুর, ১৪ নভেম্বর: জম্মু-কাশ্মীরে পাকিস্তানের গুলিতে শহীদ হয়েছেন নদীয়ার তেহট্ট এক জওয়ান। সেই প্রসঙ্গে এবার পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমন করলেন লোকসভা পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী। “পাকিস্তান যে ভাষায় বোঝে সেই ভাষায় উচিত শিক্ষা দিতে হবে,” শনিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
অধীর চৌধুরী বলেন, পাকিস্তান জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে, বারবার তারা ভারতীয় সীমান্তে হামলা চালিয়ে ভারতীয় সেনা বাহিনীকে ব্যতি ব্যস্ত করছে। তিনি বলেন লাদাখ সীমান্তে ভারতীয় সেনা বাহিনীর জন্য চিন যা চাইছে তা করতে পারছে না, ফলে পাকিস্তান কে দিয়ে জম্মু-কাশ্মীরকে তারা আরও বেশি করে অশান্ত করার চেষ্টা করবে। এটা সম্পূর্ণ চিনের মদত বলে মনে করি।
অধীর চৌধুরী বলেন, লাদাখ সীমান্তে ভারতীয় সেনার প্রস্তুতিতে চিন অস্বস্তিতে পড়ে গিয়েছে। চিন চাইবে এই সমস্ত করে লাদাখ সীমান্ত থেকে ভারত যাতে সেনা বাহিনী সরিয়ে নেয়। চিন ও পাকিস্তান যৌথ ভাবে ভারতকে দুর্বল করার চেষ্টা করবে। আমাদের দেশের বীর জওয়ানরা শহীদ হয়েছেন। কেন্দ্রীয় সরকার কাছে আবেদন পাকিস্তান কে এর যোগ্য জবাব দিতে হবে। পাকিস্তান যে ভাষায় বোঝে সেই ভাষায় উচিত শিক্ষা দিতে হবে বলে মন্তব্য করেন অধীর চৌধুরী ।
অন্যদিকে অধীর চৌধুরী পশ্চিমবঙ্গে কোভিড সংক্রমণ মধ্যে রেল চলাচল প্রসঙ্গে বলেন, রেলমন্ত্রী মনে করলেও ইচ্ছা মতো ট্রেন চালাতে পারেন না, যতক্ষণ না রাজ্য সরকার বলছে ততক্ষণ পর্যন্ত ট্রেন চালানো যায় না। রেলমন্ত্রী কে বলার মানে রেল মন্ত্রক যখন কথা বলবে রাজ্য সরকারের সঙ্গে তখন এই বিষয়গুলো মাথায় থাকে। মুলত কাজ করতে হবে রাজ্য সরকার কে। রাজ্য সরকারের অনুমোদন সাপেক্ষে রেল তার সার্ভিস চালু করবে। কিন্তু যাত্রী সংখ্যা বৃদ্ধি হলে রাজ্য পুলিশ কি করবে? তিনি কটাক্ষ করে বলেন, পুলিশের কাজ হল তৃণমূল দল তৈরি করা। আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কে রক্ষা করা। তারা কি করে লক্ষ লক্ষ যাত্রী নিয়ন্ত্রণ করবে? অধীর চৌধুরী এও বলেন, রাজ্য পুলিশ ও রেলের পুলিশের সংখ্যা কম। সব থেকে আগে সর্তকতা অবলম্বন করতে আমাদের সাধারণ মানুষদের। পশ্চিমবঙ্গ মানুষদের ভগবানের উপর ছেড়ে দিতে হবে, এখন যাতায়াত শুরু হয়েছে মানে সংক্রমণ সংখ্যা বৃদ্ধি হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিকাঠামো ঠিক রাখা উচিৎ, কিন্তু এই রাজ্যে কোথাও কোনো স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নেই।