নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: মুর্শিদাবাদের ডিআইজি মুকেশ কুমারের নামে রাজ্য নির্বাচন কমিশানের কাছে ক্ষোভ প্রকাশ করলেন অধীর চৌধুরী। শুক্রবার বহরমপুরের সাংসদ রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে দেখা করেন। তারপর তিনি বলেন, পুরভোটের আগে জেলাজুড়ে কংগ্রেস কর্মীদের উপর পুলিশের জুলুম শুরু হয়েছে। তার সঙ্গে শুরু হয়েছে রাজ্যের শাসক দলের সন্ত্রাস। কিন্তু জেলা পুলিশ সবকিছু জানার পরেও চুপ রয়েছে। পঞ্চায়েত ভোটে তৃণমূলকে সাহায্য করে মুকেশ কুমার ডিআইজি হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পঞ্চায়েত ভোটে সাহায্য করার জন্য পুরস্কার দিয়েছেন। এবার পুরভোটে আইপিএস মুকেশ কুমার তৃণমূলকে সাহায্য করবে বলেও কমিশনে জানান লোকসভার বিরোধী দলনেতা।
তবে পঞ্চায়েত ভোটের মতো যাতে পুরভোটে তৃণমূলের দ্বারা সন্ত্রাস না হয় তারজন্য রাজ্য নির্বাচন কমিশনারকে আবেদন জানান অধীর চৌধুরী। তিনি বলেন, পুরভোটে প্রত্যেক ভোটারদের ভোট দানের অধিকার কমিশনকে নিশ্চিত করতে হবে। তার সঙ্গে কংগ্রেসের প্রার্থীরা যাতে মনোনয়ন দিতে পারে তারও ব্যাবস্থা রাজ্য নির্বাচন কমিশনকে করতে হবে বলে জানান অধীর চৌধুরী।