রাজেন রায়, কলকাতা, ২৪ সেপ্টেম্বর: গরুপাচার ইস্যুতে ফেসবুকে ফের রাজ্য সরকার তথা তৃণমূলকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সিবিআই যতই বিএসএফ কমান্ড্যান্টদের বাড়িতে তল্লাশি চালাক, বাংলায় গরু পাচার রাজ্য পুলিশ ও শাসকদলের মদত ছাড়া হতে পারে না। গরু পাচারের টাকায় তৃণমূল নেতার নির্বাচনী তহবিল এবং পুলিশের ম্যানিব্যাগ ভরেছে।
ফেসবুক পোস্টে এই ভাষাতেই আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
বুধবারই দিল্লি, কলকাতা, শিলিগুড়ি, অমৃতসর, ছত্তিশগড়, গাজিয়াবাদ-সহ ১৫টি জায়গায় হানা দিয়েছেন তদন্তকারীরা। সেই ঘটনা নিয়েই এবার শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। গরুপাচার ইস্যুতে ফেসবুকে
অধীর লেখেন, ‘বিএসএফ লুঠ করেছে বর্ডারে, গরু এসেছে ট্রাক ভর্তি হয়ে জাতীয় ও রাজ্য সড়ক দিয়ে। মানি ব্যাগে ভরে তো গরু পাচার হয়নি! বরং গরু পাচারের টাকা তৃণমূলের নেতার নির্বাচনী তহবিল আর পুলিশের মানি ব্যাগ ভরিয়েছে। তৃণমূল নেতারা কত করে মাসোহারা পেত সেই রেট পুলিশ যেমন জানে তেমন পাবলিকও জানে।
তিনি আরও বলেন,’মুর্শিদাবাদে এটা ওপেন টু অল, যারা ক্ষমতায় থাকে পাচারকারীদের কাছে তাদের কদর। কলকাতা পুলিশ হেড কোয়ার্টার থেকে ‘দিদি’র দলের ভবিষ্যত্, তাদের জন্য টাকার পাহাড় তৈরিতে গরুপাচার বিরাট ভূমিকা পালন করেছে।’