স্নেহাশীষ মুখার্জি,আমাদের ভারত, নদীয়া, ৯ নভেম্বর :
বিহার হবে বাংলা, তৃণমূল তুই সামলা। কৃষ্ণনগরে এই শ্লোগান দিয়ে বিধানসভা নির্বাচনের দামামা বাজালেন প্রদেশ সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। নদিয়ার কৃষ্ণনগরে কৃষ্ণনগর রাজবাড়ি থেকে ঐতিহাসিক মহামিছিলে অংশ নেন প্রদেশ সভাপতি। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দল সহ অন্যান্য রাজনৈতিক দল সম্পর্কে বলেন, যারা এতদিন বলছিলেন কংগ্রেস ধুলিস্যাৎ হয়ে গেছে তারা দেখে যান কৃষ্ণনগরে মিছিলে কংগ্রেস কর্মীদের জনপ্লাবন।
এরপর বিহার নির্বাচনের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধীর বাবু জানান, বিহার হবে বাংলা,তৃণমূল তুই সামলা। বিহারের মত অবস্থা হবে পশ্চিমবঙ্গের সেই কথা তিনি আগে জানান দিলেন।
তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, বাংলার মানুষকে তৃণমূলের আর কিছু দেওয়ার নেই। তৃণমূল একটা ক্লাব সেই ক্লাবের আয়ু শেষ। বিহারের নীতীশ কুমার যেমন বলেছে আমি সন্ন্যাস নেব ঠিক দিদিকেও সেই কথাই বলতে হবে বলে মন্তব্য করলেন অধীর চৌধুরী। বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে ঠেকাতে সিপিআইএমের সঙ্গে কংগ্রেস থাকতে পারে বলেও আগাম ইঙ্গিত দিয়ে রাখলেন প্রদেশ সভাপতি।