আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি :
বিজেপি ভোটে হারার ভয় পায় না। যারা এসব কথা বলছে তারই ভোট হারার ভয়ে দেড় দু’বছর ভোট করায়নি। এগরায় দলীয় কর্মসূচিতে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এর পাশাপাশি তিনি বলেন, অধিকারী গড় বলে কিছু নেই। লোকসভা ভোটে প্রামাণিত হয়েছে, কাঁথিতে সঠিক ভাবে ভোট হলে বিজেপি জিতবে। এবিভিপিকে তৃতীয় সন্তান বলা প্রসঙ্গে তিনি বলেন, তৃতীয় সন্তানরা কি বলল তাদের গুরুত্ব বাড়াতে এই বিষয়ে আমি কোনও মন্তব্য করবো না।
আজ ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার এগরা-২ পশ্চিম মন্ডলের তাজপুর মণ্ডল কার্যালয়ে “কার্যকর্তা বিকাশবর্গ” অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। সেখানেই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপরের কথাগুলি বলেন। সায়ন্তন বসু ছাড়াও এই সভায় জেলা অবজারভার মলয় সিনহা, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক সুদাম পন্ডিত, তাপস দোলই, অসীম মিশ্র, জেলা সম্পাদক কৌশিক মন্ডল, জেলা সম্পাদিকা শ্রাবন্তী বেরা, মিঠু পন্ডা, মন্ডল অবজারভার সুধাংশু পন্ডা, এগরা-২ পশ্চিম মন্ডলের সভাপতি চন্দন বেরা সহ মন্ডলের কার্যকর্তাগণ এবং বুথ সভাপতিগণ। উপস্থিত দলীয় কার্যকর্তাগণ ও নেতৃত্ববৃন্দ মন্ডলের অন্তর্গত দলীয় কার্যকর্তাদের এবং বুথ সভাপতিগণকে দলীয় সাংগঠনিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে অবহিত করান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আলোচনা করে আগামী পদক্ষেপ প্রসঙ্গে সবিস্তারে জানান।