সাথী দাস, পুরুলিয়া, ৩০ জানুয়ারী: মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে পুরুলিয়া সফর করলেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সোমবার পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের মেদিনীপুর আঞ্চলিক কার্যালয় অধিকর্তা জয়তু ভট্টাচার্য, জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক গৌতম চন্দ্র মাল ছাড়াও ৫২ টি মূল কেন্দ্রের অফিসার ইন চার্জ এবং সেন্টার সেক্রেটারিরা।

পুরুলিয়ায় মাধ্যমিকের প্রস্তুতি নির্দিষ্ট নিয়ম মেনে চলছে জানিয়ে তিনি বলেন, পরীক্ষার স্বচ্ছতা যাতে যথাযত থাকে সেটা নিশ্চিত করা হচ্ছে। ব্যাগ রাখার ঘর প্রবেশ পথের ঠিক পাশে করা হবে বলে জানান তিনি। এছাড়াও সিসিটিভির তদারকির মধ্যে পরীক্ষার্থীরা হলে ঢুকবে। গত দশ বছরে পরীক্ষা শুরুর আগে প্রশ্ন বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। পরীক্ষা শুরুর পরে প্রশ্ন পত্রের ছবি যাতে না বেরিয়ে যায় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার পরীক্ষার্থীরাও যাতে সুষ্ঠু ভাবে নিজেদের পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে পারে তার জন্য প্রশাসনের সহায়তায় উপযুক্ত পরিবহন ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।


