Rail, Birbhum, উরশ মোবারকের জন্য বীরভূমের দুটি স্টেশনে বাড়তি পরিষেবা

আমাদের ভারত, ১০ জুলাই: শুক্রবার, ১১ জুলাই ‘আলম বাবা উরশ মোবারকের’ জন্য দুবরাজপুর ও চিনপাই স্টেশনে পাঁচ জোড়া মেমু ট্রেন দু’মিনিটের জন্য থামবে।

নিম্নলিখিত পাঁচ জোড়া মেমু ট্রেনের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে: ১) ৬৩৫২৯/৬৩৫৩০ অন্ডাল– রামপুরহাট– অন্ডাল মেমু, ২) ৬৩৫৩১/ ৬৩৫৩২ অন্ডাল- সাঁইথিয়া- অন্ডাল মেমু, ৩) ৬৩৫৩৩/ ৬৩৫৩৪ অন্ডাল– সাঁইথিয়া- অন্ডাল মেমু, ৪) ৬৩৫৩৫/৬৩৫৩৬ অন্ডাল– সাঁইথিয়া- অন্ডাল মেমু, এবং ৬৩৫৩৭/৬৩৫৩৮ অন্ডাল– সাঁইথিয়া- অন্ডাল মেমু।

রেলের এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *