আমাদের ভারত, ৬ ফেব্রুয়ারি: ধনখড় ওম বিড়লার পর এবার আদানি প্রসঙ্গে সংসদে বিরোধীদের আলোচনার দাবিকে নেহাত সময় নষ্ট বলেই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্নাটকে হিন্দুস্তান এরোনটিক্সের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী মন্তব্য করেন বিরোধীরা সংসদের সময় নষ্ট করছে।
সংসদের বাজেট অধিবেশনের প্রথম থেকেই আদানি মামলায় প্রতিবাদে সরব বিরোধীরা। গত চার দিন এই বিষয়ে সংসদে দুই কক্ষ উত্তপ্ত হলেও প্রধানমন্ত্রী কিছু বলেননি। ফলে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে তাকে নিশানা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, সরকার ভয় পেয়েছে। প্রধানমন্ত্রী আদানিদের নিয়ে সংসদে আলোচনা করতে দিচ্ছেন না।
এর পাল্টায় সোমবার বিকেলে কর্ণাটকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন, বিরোধীদের সমালোচনার দাবিকে তিনি কোনো আমল দিতে ইচ্ছুক নন। বরং তিনি বিরোধীদের সমালোচনা করে বলেন, আদানিকে নিয়ে সংসদে আলোচনার দাবি আসলে একরকম ভাবে সময় নষ্ট।
গত দুদিনের মতো আজও কংগ্রেস সহ একাধিক বিরোধী দল অধিবেশনের অন্যান্য কর্মসূচি স্থগিত রেখে আদানি প্রসঙ্গে আলোচনার দাবি জানায়। নরেন্দ্র মোদী সরকারকে আদানি সরকার বলে বিদ্রুপ করে। কিন্তু বিরোধীদের দাবি, সংসদের কোনো কক্ষেই তা মানা হয়নি। রাজ্যসভায় চেয়ারম্যান ধনখড় বলেন, বিরোধী সদস্যরা যে বিষয়ে আলোচনা দাবি করছেন তার সঙ্গে সংসদের কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণভাবে সংসদ বহির্ভূত একটি বিষয়। তিনি আরো বলেন, আমি বিরোধীদের বলব জনস্বার্থবাহী বিষয়ে আলোচনা করুন। মানুষের কথা বলুন, বোঝার চেষ্টা করুন মানুষ কি চায়।
অন্যদিকে লোকসভায় স্পিকারের গলাতেও ছিল একই সুর। বিরোধীদের প্রতিবাদ নিয়ে স্পিকার বলেন, এই স্লোগানবাজির সঙ্গে জনস্বার্থের কোনো সম্পর্ক নেই।