আমাদের ভারত, ১৫ অক্টোবর: আদানি সহ মোদী অমিত শাহদের বদনাম করতে টাকা নিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। লোকসভার স্পিকার ওম প্রকাশ বিড়লাকে এমনই অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
লোকসভা থেকে আপাতত তাকে সাসপেন্ড করার দাবিও তোলা হয়েছে। অভিযোগ টাকা এবং উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া। ব্যবসায়ী দর্শন হিরনানদানির কাছ থেকে টাকা নিয়ে সংসদে আদানি গোষ্ঠী, মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ কথা বলেছেন। তবে দুর্নীতি নিয়ে খোঁচা দিয়ে মহুয়া পাল্টায় বলেছেন যে কোনো তদন্তের জন্য তিনি তৈরি।
তবে শুধু নিশিকান্ত দুবে নন, আইনজীবী অনন্ত দেহাদরিও একই অভিযোগ তুলে সিবিআইকে চিঠি দিয়েছেন। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তাঁর দাবি, আদানি গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী দর্শন হিরনানদানির কাছ থেকে টাকা এবং উপহারের বিনিময়ে মহুয়া সংসদে ৫০টি প্রশ্ন তুলেছেন, যা হিরাননন্দানির স্বার্থ সংক্রান্ত প্রশ্ন। একইভাবে চক্রান্ত করে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করেছেন তৃণমূল সাংসদ বলে অভিযোগ বিজেপির।
পদ্ম সাংসদ নিশিকান্ত দুবে সংসদের ইতিহাস টেনে দাবি করেছেন, মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করতে হবে। আপাতত তাকে সাসপেন্ড করা হোক। প্রয়োজনে তার সাংসদ পদ খারিজ করা হোক।
তবে পাল্টা দিয়েছেন মহুয়া মৈত্র। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ এনেছেন তিনি। একই সঙ্গে তাঁর দাবি, যে কোন তদন্তের জন্য তিনি প্রস্তুত। আদানি ও পদ্ম শিবির সম্মিলিতভাবে তার বিরুদ্ধে চক্রান্ত করছে বলে দাবি তৃণমূল সাংসদের।

