নিজস্ব প্রতিনিধি, আমাদের ভারত, কোচবিহার, ৩ সেপ্টেম্বর: কোচবিহার জেলা খাদ্য নিয়ামক দপ্তরে ঢুকে, জেলা ফুড কন্ট্রোলারকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। ঘটনায় সামান্য আহত হয়েছেন ফুড কন্ট্রোলার।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ দুপুর ১টা নাগাদ অশোক বানসাল নামে ওই ব্যক্তি, জেলা ফুড কন্ট্রোলার দাওয়া ওয়াংগেল লামার ঘরে ঢুকে তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে। সামান্য আহত হন ওই আধিকারিক। এরপরই অন্যান্য কর্মীরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির বাড়ি হরিয়ানা, বিন্নাগুড়ি ক্যান্টনমেন্টে উনি এম আর ডিলার। কোচবিহারের ফুড কন্ট্রোলার যখন জলপাইগুড়ির খাদ্য দপ্তরে কর্মরত ছিলেন সেই সময় অশোকের সঙ্গে একটি মামলা নিয়ে ঝামেলা হয় তার। সেই প্রতিশোধ নিতেই এই হামলা। ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যদিও সুস্থ আছেন ওই আধিকারিক, প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।


