আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ জানুয়ারি: সাতসকালে গৃহবধূর ওপর এসিড হামলা। ঘটনাটি অশোকনগর থানার দৌলতপুর এলাকায়। স্থানীয় লোকজনের তৎপরতায় হাবড়া হাসপাতালে নিয়ে আসা হয়।
পরিবার সূত্রে জানা গেছে আক্রান্ত গৃহবধূর নাম সবিতা সরকার।বাড়ি সেনডাঙা এলাকায়। বছর দুয়েক আগে গাদামারা এলাকায় দিলীপ মজুমদারের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে সংসারে একাধিক অশান্তির জন্য সবিতা সরকার বাবার বাড়িতেই থাকতেন। সকালে রোজকার মতো সবিতা কাজে যাবার সময় দৌলতপুর এলাকায় তার স্বামী দিলীপ মজুমদার তার ওপর এসিড হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।