আমাদের ভারত, বনগাঁ, ১০ ফেব্রুয়ারি: প্রেমে ফাঁসিয়ে এক গৃহবধূর কাছ থেকে নগদ সাত লক্ষ টাকা সহ সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যাক্তির বিরুদ্ধে। টাকা ফেরত চাইতে গেলে অশ্লীল ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল, জানাজানি করলে খুন করার হুমকি। ঘটনাটি উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার সাতভাই কালীতলা দাসপাড়া এলাকার। অভিযুক্তের নাম মিলন দাস, পেশায় অটো চালক। খুন হওয়ার ভয়ে সোমবার বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ।
অভিযোগ, গাইঘাটা থানা এলাকার আংড়াইল থেকে তেঁতুলবেড়িয়া গৃহবধূ সঙ্গে অটোতে যাতায়াতের পথে পরিচয় বনগাঁ সাত ভাই কালিতলা অটোচালক মিলন দাসের। তারপর ওই সম্পর্ক প্রেমে পরিণত হয়। সম্পর্কের তিন বছর ধরে নগদ সাত লক্ষ টাকা ধার চেয়ে হাতিয়ে নেয় অভিযুক্ত মিলন দাস। এখানেই শেষ নয় শরীর খারাপ বলে বেশ কয়েক ভরি সোনার গহনাও হাতিয়ে নেয় মিলন।
গৃহবধূ বলেন, তারপর থেকে সেই ভাবে আর কোনও যোগাযোগ করত না মিলন। গৃহবধূ টাকা ফেরত চাইতে গেলে তাঁদের শারীরিক সম্পর্কের অশ্লীন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করত। জানাজানি করলে খুনের হুমকি দিত গৃহবধূকে। সাত লক্ষ টাকা ও সোনা গয়না নেওয়ার পরে ওই অটো চালক দূর দেশে পাড়ি দেয়। বাড়ি ফেরার পর সমঝোতা করার চেষ্টা করলেও খুনের হুমকি আসতে থাকে। অবশেষে নিজের প্রাণ বাঁচাতেই ধর্ষণের মামলা করেন বনগাঁ থানায়। অভিযুক্ত পলাতক।