আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৯ ডিসেম্বর: জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারের ভিতরে বিচারাধীন এক বন্দিকে মারধরের অভিযোগ উঠল জেল পুলিশের বিরুদ্ধে। খবর পেয়ে সোমবার ওই বন্দির পরিবার সংশোধনাগারের সামনে বিক্ষোভ দেখায় ও জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানার দ্বারস্থ হবেন বলে জানান।
অন্যদিকে জেল সুত্রে জানা গিয়েছে, ওই বন্দিকে জখম অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের পুলিশ সেলে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে বন্দির। গত ১০ এপ্রিল জলপাইগুড়ির কোতোয়ালি থানায় পুলিশ গাঁজা পাচারের অভিযোগে মাসকালাইবাড়ি সংলগ্ন সারদা পল্লীর বাসিন্দা সানি রাজবংশীকে গ্রেফতার করে। আদালতের নির্দেশে এখন কেন্দ্রীয় সংশোধনাগারের বিচারাধীন বন্দি সানি। সানির স্ত্রী লক্ষ্মী রাজবংশী বলেন, “আমার স্বামীকে মারধর করেছে জেল পুলিশ৷ এখনো দেখা করতে দেওয়া হয়নি। বিনা কারণে বাড়ি থেকে ডেকে গাঁজা কেসে গ্রেফতার করে পুলিশ৷ কেন মারধর করা হল থানায় অভিযোগ করবো।”
এদিকে জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে আধিকারিকরা মুখে কুলুপ এঁটেছেন। জেল সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসা চলছে ওই বন্দির। তবে কি কারণে মারধর করা হল ওই বন্দিকে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।