সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ জুলাই: এক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ এবং ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করার ঘটনায় অভিযুক্তকে ২০ বছর কারাদন্ড দিল বাঁকুড়া জেলা আদালত।
বাঁকুড়া আদালতের সরকারি আইনজীবী রথীন দে জানান সদর থানা এলাকায় ঘটনাটি ঘটে। পেশায় রিক্সাচালক বাসু কালিন্দী ২০২০ সালে তারই রিক্সা মালিকের ক্লাস টেনের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে। পরবর্তীতে ওই রিক্সা চালক নাবালিকা ছাত্রীটিকে ব্ল্যাকমেইল করে দিনের পর দিন ধর্ষণ করতে থাকে। বদনামের ভয়ে বিষয়টি পরিবারকে না জানালেও পরবর্তীতে তার গর্ভে সন্তান এসে পড়ায় বিষয়টি জানাজানি হয়ে যায়। গত ২০২০ সালের ৫ ডিসেম্বর ওই নাবালিকা ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বাঁকুড়া মহিলা থানায় বাসু কালিন্দীর বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় পকসো ধারায় মামলা রুজু করে তদন্তে নেমে পরের দিনই অভিযুক্ত রিক্সা চালক বাসু কালিন্দীকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারের দেড় মাসের মাথায় আদালতে মামলার চার্জশিট জমা করে তদন্তকারী পুলিশ।
গত ৫ বছরে মোট ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। পাশাপাশি নিগৃহীতার সন্তানের ডিএনএ রিপোর্ট মিলে যায় অভিযুক্ত বাসু কালিন্দীর ডিএনএ-র সঙ্গে। আর এইসব তথ্য প্রমাণ ও সাক্ষ্যর ভিত্তিতে বাঁকুড়া জেলা আদালতের বিচারক সৌম্যজিত মুখোপাধ্যায় অভিযুক্ত বাসু কালিন্দীকে দোষী সাব্যস্ত করেন। আজ মঙ্গলবার এই মামলার সাজা ঘোষণা করা হয়। অভিযুক্তকে ২০ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দেয় আদলত।