খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে বেশ কয়েকটি কুকুরকে খুন করার অভিযোগে গোপালনগরে উত্তেজনা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ জুন: এযেন মৃত্যু মিছিল। খাবারের সঙ্গে বিষ মিশিয়ে প্রায় ১৪ টি কুকুরকে হত্যা করার অভিযোগ উঠল প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। পরে পুলিশ এসে উত্তেজনা আয়ত্ত্বে আনে। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ন’হাটা-নিমতলার ফুলবাড়ি এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে গোপালনগরের ফুলবাড়ি এলাকায় পরপর সাতটি কুকুরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় গ্রামবাসীরা। এছাড়াও অন্য এলাকা থেকে আরও ৭ টি কুকুরের দেহ পাওয়া যায়। ঘটনাটিকে কেন্দ্র করে এদিন তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দা নারায়ণ সরকারের অভিযোগ, এলাকার বাসিন্দা একান্ত সরকার নামে এক ব্যক্তি শনিবার রাতে দইয়ের সঙ্গে কীটনাশক মিশিয়ে খাইয়ে দিয়েছে এলাকার কুকুরগুলিকে। তার জেরেই মৃত্যু হয়েছে তাদের। এছাড়াও একাধিক কুকুর অসুস্থ হয়ে পড়েছে বলে জানতে পেরেছি। অভিযুক্ত একান্ত সরকারের গ্রেফতারের দাবিতে রবিবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে ফুলবাড়ি এলাকায়। রাস্তা অবরোধের ফলে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগের শিকার হয় পথ চলতি মানুষ। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে গোপালনগর থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। এরপর গোপাল নগর থানায় একান্ত সরকারে নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, এহেন ঘটনা এই প্রথম নয়। এর আগেও বাংলার বুকেই একইভাবে সারমেয় হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তের শাস্তির দাবিতে পথে নেমেছে পশুপ্রেমীরা। যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন, অভিযুক্তের স্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *