দণ্ড সংহিতার মত, বিরোধীশূন্য লোকসভায় ধ্বনি পাস টেলিকম বিল

আমাদের ভারত, ২০ ডিসেম্বর: দণ্ড সংহিতা বিলের মতোই বুধবার বিরোধীশূন্য লোকসভায় পাশ হয়ে গেল নতুন টেলিকম বিল। সোমবার কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পেশ করা বিলটি ধ্বনি ভোটে পাশ হয়ে যায় লোকসভায়। রাজ্যসভায় পাসের পর রাষ্ট্রপতির ছাড়পত্র পেলেই ব্রিটিশ জমানার টেলিগ্রাফ ওয়্যারলেস টেলিগ্রাফি আইনের বদলে বিলটি সংশ্লিষ্ট ক্ষেত্রটি নিয়ন্ত্রণে নতুন আইন হিসেবে উঠে আসবে।

বিরোধীদের একটা বড় অংশ এই বিলের বিরোধিতায় সরব হয়েছিল। তাদের দাবি, এই বিলে জাতীয় নিরাপত্তার অছিলায় যে কোনো সংস্থার টেলিযোগাযোগ পরিষেবার নিয়ন্ত্রণ হাতে নেওয়ার বা বন্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্র সরকারকে। এছাড়াও নতুন বিলের খসড়ায় ইন্টারনেট নির্ভর কোনো মেসেজকেও টেলি যোগাযোগের আওতায় আনা হয়েছে। এর ফলে হোয়াটসঅ্যাপ মেসেজ ও কলের ওপরেও নজরদারির আশঙ্কা করা হচ্ছে।

গত আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার বৈঠকে নতুন টেলিযোগাযোগ বিলের খসড়া পাস হয়েছিল। ১৩৮ বছরের পুরনো ব্রিটিশ জমানার টেলিগ্রাফ আইন আজকের ইন্টারনেট নির্ভর টেলিযোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণে কার্যকরী নয়। জাতীয় নিরাপত্তার স্বার্থে নেট নির্ভর টেলিযোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে।

কিন্তু বিরোধীদের একাংশের অভিযোগ, ভবিষ্যতে প্রস্তাবিত আইন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *