স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৩ ফেব্রুয়ারি: করণদিঘি হাসপাতালে বিছানায় বসে মাধ্যমিক পরীক্ষা দেবেন দূয়ারিন হাইস্কুলের ছাত্রী লক্ষ্মী শীল। অসুস্থ ছাত্রীর হাতে জলের বোতল, পেন এবং বোর্ড তুলে দিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। অসুস্থ ছাত্রীকে সব রকম সহায়তা করার জন্য বিধায়ক গৌতম পাল চিকিৎসকদের নির্দেশ দিলেন।
আজ থেকে রাজ্য জুড়ে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। এবার উত্তর দিনাজপুর জেলায় ৩১ হাজার ২১ জন পরীক্ষা দিচ্ছেন। ছাত্র সংখ্যা ১০ হাজার ৬১১ জন, ছাত্রী ২০ হাজার ৪১০ জন পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার ঠিক আগের দিন বুধবার দূয়ারিন হাইস্কুলের ছাত্রী লক্ষ্মী শীল বাড়িতে কাজ করতে গিয়ে গরম দুধ শরীরে পড়ে গিয়ে গুরুতর অহত হন। অসুস্থ ছাত্রীকে করণদিঘি হাসপাতালে ভর্তি করা করা হয়।তার শরীরের নীচের অংশে বেশ কিছু জায়গায় ঝলসে যাওয়ায় হাসপাতালে বিছানায় থাকতে হচ্ছে। সেই কারনেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে হাসপাতালের বিছানাতেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
অসুস্থ ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া ছাড়াও দ্রুত আরগ্য কামনা করে তার হাতে জলের বোতল, পেন এবং বোর্ড তুলে দেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। হাসপাতালের তরফ থেকে তাকে সবরকম সহায়তা করার জন্য বিধায়ক চিকিৎসকদের নির্দেশ দিয়েছে।
জীবনের প্রথম বড় পরীক্ষায় করণদিঘি ব্লকের ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে পরীক্ষা দেয় তার জন্য সমস্ত পরীক্ষার্থীর হাতে জলের বোতল, পেন এবং ক্লিপবোর্ড তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান। দূরদূরান্তের ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌছে দেবার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দুটি বাসের ব্যবস্থা করেছেন সংস্থার ভাইস চেয়ারম্যান তথা বিধায়ক গৌতম পাল।