আমাদের ভারত, হাওড়া, ২৭ অক্টোবর: রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম নিত্যানন্দ সাঁতরা (৫৫)। বাড়ি উলুবেড়িয়া থানার বহিরা গ্রামে। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার বিরশিবপুরের মালঞ্চবেড়িয়ায়। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় একটি বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী নিত্যানন্দ সাঁতরা সোমবার রাত ৯টা নাগাদ নিজের প্রয়োজনীয় কাজ সেরে জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সেই সময় কলকাতা অভিমুখে যাওয়া একটি প্রাইভেট গাড়ি তাকে ধাক্কা মারলে তিনি ছিটকে রাস্তায় পড়েন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।