পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ জানুয়ারি: আবারো জনবহুল রাস্তা দিয়ে অবৈধভাবে গরু নিয়ে যাওয়ার ফলে দুর্ঘটনার শিকার হলেন এক ব্যক্তি বলে অভিযোগ এলাকাবাসীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির দিঘা পুকুর এলাকায়।

ঘটনায় জানা যায়, দাঁতন দু’নম্বর ব্লকের সাউরির শ্রীচক এলাকা থেকে কর্মসূত্রে বেলদা- কাঁথি রাজ্য সড়ক ধরে খাকুড়দার দিকে আসছিলেন বিশ্বজিৎ প্যয়ড়া নামে এক ব্যক্তি। অপরদিকে এই রাস্তা বর্তমান সংস্কার এবং সম্প্রসারণের জন্য নতুন করে কাজ শুরু হয়েছে। ওই নির্মীয়মান রাস্তা ধরে আসছিলেন বিশ্বজিৎ। প্রসঙ্গত ওই রাস্তা ধরে এখনো অবৈধভাবে খাকুড়দার গরুহাট থেকে গরু নিয়ে যাচ্ছিলেন গরু ব্যাপারীরা বলে অভিযোগ এলাকাবাসীদের, ফলে বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির দিঘা পুকুর এলাকায় ওই রাস্তার উপর গরু চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যায় বিশ্বজিৎ। সেই সময় তার পেছন দিক থেকে আসা একটি লরি তাকে চাপা দেয়। এই দুর্ঘটনার ফলে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বেলদা- কাঁথি রাজ্য সড়কে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ। গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এর পর দীর্ঘক্ষণ চলা এই অবরোধের পর পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা।

