অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৫ নভেম্বর: শুক্রবার দুপুরে লরি চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বিনপুর থানার নারায়ণপুর ও ভাগাবাঁধ সড়কের ওপর একটি কালভার্টের কাছে। মৃত ব্যক্তির নাম ডমন হেমরম। তার বাড়ি ঝাড়গ্রাম জেলার বিনপুর থানা এলাকার ইন্দ্রপাহাড়ী গ্রামে। মৃত ব্যক্তির বয়স ৫০। বিনপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
নারায়ণপুর ধড়সা রাজ্য সড়ক ধরে শিলদা বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন ডমন বাবু। ঠিক ওই সময় ভাগাবাঁধ পৌঁছানোর আগে পিছন দিক থেকে অর্থাৎ নারায়ণপুরের দিক থেকে একটি খালি লরি দ্রুত বেগে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। রাজ্য সড়কের পাশে বেশ কিছু লোক গরু চরাচ্ছিলেন এবং ধান কাটছিলেন। তারাই ছুটে এসে লরিটিকে আটক করেন। বিনপুর থানার টহলরত পুলিশ প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে খালাসী ও চালককে থানায় নিয়ে যায়। পুলিশ লরিটিকে আটক করেছে।