আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ ডিসেম্বর:
লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের তিত পুকুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত ব্যক্তির নাম মণি সরকার। বাড়ি রায়গঞ্জ থানার জগদীশপুরে। দুর্ঘটনার জেরে বেশকিছুক্ষণ ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে। ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে করণদিঘি থানার পুলিশ।
রায়গঞ্জ থানার জগদীশপুর এলাকার বাসিন্দা মণি সরকার এদিন তার কর্মস্থলে যাওয়ার সময় তিতপুকুর এলাকায় একটি পেট্রোল পাম্পে বাইকের তেল নিয়ে বের হওয়ার সময় একটি লরি এসে তাকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে তিতপুকুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক। খবর পেয়ে করণদিঘি থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। পাশাপাশি অবরুদ্ধ হয়ে থাকা ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘি থানার পুলিশ।