অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১০ডিসেম্বর: সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ ও একটি মোটরসাইকেল উদ্ধারে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে। আজ সকালে বাসিন্দা গ্রামের বাসিন্দারা জাতীয় সড়কের উপর একটি মৃতদেহ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। মৃত ব্যক্তির মুখ দেখে চেনা যাচ্ছে না। তার পরেই এলাকাবাসীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। মৃত ব্যক্তির পরিচয় যানা যায়নি।