আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর: শনিবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। আহত হয়েছেন আরো একজন।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার কুলিগেড়িয়া এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, পথ দুর্ঘটনায়
মৃত ব্যাক্তির নাম প্রকাশ বর্মন(২৫)। আহত হয়েছেন নারায়ণ সিং। দুজনেরই বাড়ি কেশিয়াড়ি থানার কলাবনি এলাকায়। কলাবনি থেকে বেলদা আসার সময় বাইকের সামনে হঠাৎ একটি ষাঁড় চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টে যায় দুজন। দুজনেরই মাথায় হেলমেট ছিল না। যার ফলে মাথায় আঘাত লাগে তাদের। বেলদা থানার পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় দুজনকে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাইক চালক প্রকাশ বর্মণের আঘাত গুরুতর হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কটক নিয়ে যাবার সময় মাঝ রাস্তাতেই মৃত্যু হয় প্রকাশ বর্মনের (২৫)। বেলদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।