কন্টেনারের পিছনে মারুতির ধাক্কা, মৃত দুই

আমাদের ভারত, হাওড়া, ৬ নভেম্বর:
সদ্যোজাত অসুস্থ শিশুকে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফেরার পথে দাঁড়িয়ে থাকা কনটেইনারের পিছনে মারুতি ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দুজনের। মৃতেরা হল প্রদীপ আদক ও দীপু মন্ডল। বাড়ি আমতা ২ নং ব্লকের জয়পুরের উত্তরপাড়ায়। মমান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে রানীহাটি আমতা রাজ্য সড়কে জগৎবল্লভপুর থানার লালপোলের কাছে।

জানা গেছে জয়পুরের বাসিন্দা জাহ্নবী আদক সোমবার একটি পুত্র সন্তানের জন্ম দেন। বৃহস্পতিবার শিশুটির শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে রাতে পরিবারের সদস্যরা তাকে কলকাতার হাসপাতালে ভর্তি করে। জানা গেছে রাতে শিশুটির বাবাকে হাসপাতালে রেখে জেঠু  প্রদীপ আদক ও মা জাহ্নবী আদক বাড়ির পথে রওনা দেন। স্থানীয় সূত্রে খবর শুক্রবার সকালে গাড়িটি আমতা অভিমুখে যাওয়ার সময় সকাল ৬টা নাগাদ লালপোলের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কনটেইনারের পিছনে ধাক্কা মারে। দূর্ঘটনায় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দূর্ঘটনায় ঘটনাস্থলেই প্রদীপ আদক ও গাড়ির চালক দীপু মন্ডলের মৃত্যু হয়। দূর্ঘটনায় আহত হওয়া জাহ্নবী আদককে গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জগৎবল্লভপুর থানার পুলিশ মৃতদেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান গাড়ির চালক ঘুমিয়ে পড়ার ফলেই এই দূর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *