রাজেন রায়, কলকাতা, ৩০ আগস্ট: আপাতত টোকেন ব্যবস্থা তুলে দিতে চাইছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সংক্রমণ এড়াতে নতুন চিন্তাভাবনা করা হয়েছে বলে মেট্রো রেল সূত্রে খবর। পরিবর্তে শুধুমাত্র স্মার্টকার্ড ধারীরাই মেট্রোয় চলাচল করতে পারবেন। কার্ড রিচার্জ করা যাবে মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে। পরিস্থিতি স্বাভাবিক হলে তবে টোকেনের বিষয়ে চিন্তা করা হবে।
রবিবার এক বিশেষ সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,’এই মুহূর্তে আমরা টোকেন সিস্টেম রাখছি না। কারণ টোকেন সিস্টেম থাকলেই লাইন দিয়ে টিকিট কাটতে হবে, ফলে ভিড় বাড়বে। এতে সংক্রমণ বাড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই শুধুমাত্র স্মার্ট কার্ড ব্যবহারকারীরাই যাতায়াত করতে পারবেন।”
কিন্তু তাতে খুচরো যাত্রীরা না আসতে পারলে মেট্রোর আয় কমে যেতে পারে? ইন্দ্রাণীদেবী জানিয়েছেন,
‘আয় থেকে মানুষের জীবনের দাম অনেক বেশি। মানুষ যাতে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে এবং সুস্থভাবে যাতায়াত করতে পারেন, সেটাই আমাদের মেট্রো পরিষেবার প্রথম লক্ষ্য।
এছাড়াও প্রতিটি স্টেশনের জন্য আলাদা স্যানিটাইজেশন যন্ত্র কেনা হয়েছে। তা দিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে স্টেশনগুলি। তবে টোকেন সিস্টেম আপাতত না থাকায় কিছুটা সমস্যায় পড়বেন অনেক যাত্রীই। কারণ, যাঁরা নিত্যযাত্রী নন, তাঁদের অনেকের কাছেই স্মার্ট কার্ড থাকে না। কারণ সেখানে ন্যূনতম একটা টাকা জমিয়ে রাখতে হয় এবং একটা নির্দিষ্ট সময় অন্তর অবশ্যই রিচার্জ করতে হয়। তাই মেট্রো শুরু হলে যাতায়াতের জন্য সবাইকে স্মার্ট কার্ড কিনতে হবে। সেক্ষেত্রেও মেট্রোর টিকিট কাউন্টারে প্রথম দিকে ভিড় বেড়ে যেতে পারে। এই সমস্যা কিভাবে সমাধান করা হয় তা নিয়ে পুলিশের সঙ্গে কথা বলা হবে।