অর্থনৈতিকভাবে দুর্বলদের জন্য সরকারি আইন না মানার অভিযোগে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি এ বি ভি পি ‘র

সাথী দাস, পুরুলিয়া, ২৪ নভেম্বর: অর্থনৈতিকভাবে দুর্বল (ই ডাবলু এস) শিক্ষার্থীদের জন্য যে আইন রয়েছে তা না মানার অভিযোগ তুলে পুরুলিয়ায় সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আজ পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র ইউনিটের পক্ষ থেকে উপাচার্যের উদ্দেশ্যে একটি স্মারলিপি দেওয়া হয়। ওই স্মারকলিপিতে পুরুলিয়ার দুঃস্থ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে “ইকোনমিকেলি উইক সেকশন” কার্যকর না করার অভিযোগ করা হয়েছে। ওই আইনের আওতায় থাকা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শতকরা ১০ শতাংশ সংরক্ষন রাখার কথা উল্লেখ করা হয়েছে। পুরুলিয়া জেলার মতো আর্থ সামাজিক পরিস্থিতির কথা বিবেচনা করে সংক্ষরণের দাবি আরও জোরালো করা হয় স্মারকলিপিতে।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা সভাপতি প্রতীক দুয়ারী। ছিলেন বিশ্ববিদ্যালয় ইউনিট সভাপতি বিশ্বজিৎ মাহাতো সহ অন্যান্য সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *