সাথী প্রামানিক, পুরুলিয়া, ২২ ডিসেম্বর: অবশেষে নাগরিকত্ব সংশোধনী আইন এবং ভারতীয় নাগরিক পঞ্জির সমর্থন জানিয়ে পুরুলিয়ার রাস্তায় নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। রবিবার, পুরুলিয়া শহরের জুবিলি ময়দান থেকে একটি মিছিল করে তারা। মিছিল বিভিন্ন রাস্তা ঘুরে থামে স্থানীয় ট্যাক্সি স্ট্যান্ডে। সেখানে পথ সভা করে ওই ছাত্র সংগঠন। সেখানে বক্তব্য রাখেন উদ্যোগী সংগঠনের জেলা প্রমুখ রহিদাস মাহাতো, জেলা সহ প্রমুখ রঞ্জিত মণ্ডল জেলা সংযোজক তাপস কুইরী প্রমুখ নেতৃবর্গ। কেন্দ্রের এই আইন নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য সাধারণের উদ্দেশ্যে আবেদন রাখেন তাঁরা। একই সঙ্গে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অভিযোগ করে নাগরিকত্ব সংশোধনীআইনের বিরোধীতা করার জন্য কেন্দ্র সরকার বিরোধী দলগুলির নিন্দা করেন তাঁরা।