আমাদের ভারত, বনগাঁ, ১১ ফেব্রুয়ারি: সরস্বতী পুজোয় কলেজেই মদ্যপানের আসর, আর তাকে ঘিরেই মারামারি ছাত্রদের একাংশের মধ্যে। এমনটাই অভিযোগ উত্তর ২৪ পরগনার বনগাঁর ন’হাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে। অভিযোগ উঠেছে কলেজের হেডক্লার্ক সমীরণ সরকার এই ঘটনায় জড়িত। অভিযুক্ত ব্যক্তি ঘটনার কথা অস্বীকার করলেও, ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন কলেজের অধ্যক্ষ অর্ণব ঘোষ। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে কলেজে পোস্টারিং করে ধিক্কার মিছিল করে এবিভিপির ছাত্র সংগঠন। অভিযোগ, প্রিন্সিপালের ঘরে ও ক্যাম্পাসে বসে চলছে মদের আসর। আর সেই আসরে উপস্থিত কলেজের হেডক্লার্ক সমীরণ সরকার। সোমবার এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় শিক্ষা মহলে।
প্রসঙ্গত, ২৯ জানুয়ারি সরস্বতী পুজোর দিন কলেজ ক্যাম্পাসে বসে মদ্যপান ও কলেজের প্রিন্সিপালের ঘরে বসে মদ্যপানের ছবি দেখিয়ে অভিযোগ তোলেন ন’হাটা যোগেন্দ্র নাথ মন্ডল স্মৃতি মহাবিদ্যালয় এনসিসি সেক্রেটারি সন্তু সাঁতরা। এই অভিযোগ নিয়ে তারা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির কাছেও মৌখিক অভিযোগ জানিয়েছেন বলে দাবি ছাত্র সংসদের একাংশের। অভিযুক্ত হেডক্লার্ক সমীরণ সরকার অবশ্য এই ঘটনা অস্বীকার করেছেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সমীরণ সরকার।
পাল্টা তিনি বলেন, যদি কেউ প্রমাণ দিতে পারেন, তাহলে তিনি তাঁর পদ ছেড়ে দেবেন। এরপর অধ্যক্ষের ঘরে বসে মদ্যপান করার ছবি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ছবি দেখে কলেজ চত্বরে পোস্টারিং করে ধিক্কার মিছিল করে বিজেপির ছাত্র সংগঠন এবিভির সদস্যরা পাশাপাশি তাদের দাবি অবিলম্বে অভিযুক্তদের বরখাস্ত করতে হবে।