এসএসসি দফতর অভিযানের ডাক দিল এবিভিপি

আমাদের ভারত, ৮ আগস্ট: অবিলম্বে ভুয়ো নিয়োগ বাতিল এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে বুধবার এসএসসি দফতর অভিযানের ডাক দিল এবিভিপি।

সোমবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) রাজ্য সম্পাদক (দক্ষিণবঙ্গ) সঙ্গীত ভট্টাচার্য জানান, “বর্তমান পরিস্থিতিতে সবাই ব্যস্ত হয়ে পড়েছি। চোর ধারা জেল ভরো’ কর্মসূচি বাস্তবায়িত করার লক্ষ্যে সবাই পথভ্রষ্ট হয়েছি আমাদের প্রকৃত লক্ষ্য থেকে। কিন্তু গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনরত যোগ্য চাকরি প্রার্থীদের কথা আমরা ভুলিনি।

শাসক, বিরোধী, সবাই স্বীকার করছে যে ভুয়ো শিক্ষক নিয়োগ হয়েছে, তবে কেন সেই ভুয়ো নিয়োগ বাতিল করে যোগ্য চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না? এই প্রশ্ন নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগামী ১০ই আগস্ট এসএসসি ভবন অভিযান কর্মসূচির মাধ্যমে শাসক দলকে বুঝিয়ে দিতে চায় যে, আর কোনো প্রতিশ্রুতিতে আমরা ভুলবো না, অবিলম্বে এবং দ্রুততার সাথে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে হবে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *