বিশ্ববিদ্যালয়গুলির আচার্যর রাজনৈতিক হস্তক্ষেপের বিরোধিতা করবে আবুটা

আমাদের ভারত, ২৬ মে: রাজ্যপালের বদলে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে মুখ্যমন্ত্রীকে আনতে বিধানসভায় বিল পাস করে শিক্ষা পরিচালনায় সরকারি ও রাজনৈতিক হস্তক্ষেপ হলে প্রকাশ্য আন্দোলনে নামবে সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (আবুটা)।

বৃহস্পতিবার ‘আবুটা’-র সাধারণ সম্পাদক গৌতম মাইতি এই প্রতিবেদককে এ কথা জানিয়ে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করতে চেয়ে আনা প্রস্তাবে আজ সিলমোহর দিয়েছে এ রাজ্যর মন্ত্রিসভা। শীঘ্রই মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল আনতে চলেছে সরকার। বিধানসভায় এই সংক্রান্ত বিল পাস হলে রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষমতা-সহ বিশ্ববিদ্যালয়গুলির নানান আভ্যন্তরীণ শিক্ষাগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রীর উপর ন্যস্ত হবে।

আবুটা মনে করে শিক্ষার উৎকর্ষের অনিবার্য শর্ত হল শিক্ষার স্বাধিকার। যেখানে শিক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে সরকারি বা রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। উপাচার্য নিয়োগের ক্ষমতা রাজ্যপালের হাত থেকে মুখ্যমন্ত্রীর বা রাজ্য সরকারের হাতে গেলে, সরকারি বা রাজনৈতিক হস্তক্ষেপের সম্ভাবনা আদৌ কমেনা। শিক্ষার স্বার্থে কেন্দ্র ও রাজ্য উভয় সরকার শিক্ষা পরিচালনায় তাদের সরকারি ও রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিরত থাকুক। বিশ্ববিদ্যালয়ের আচার্য হোক স্বীকৃত কোনও শিক্ষাবিদ।

বিধানসভায় এই বিল পাস করে শিক্ষা পরিচালনায় সরকারি ও রাজনৈতিক হস্তক্ষেপ নিরঙ্কুশ করার চেষ্টা হলে আবুটা সব ভাতৃপ্রতিম সংগঠন সহ জনগণকে যুক্ত করে তীব্র আন্দোলন গড়ে তুলে এই শিক্ষা – সংহরক প্রচেষ্টাকে প্রতিহত করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *