আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ মে: শুক্রবার মে দিবসের দিন দুঃস্থ অসহায়দের পাশে দাঁড়ালো শতাব্দী প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি(এবিটিএ)। সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার অন্তর্গত খড়্গপুর মহকুমার বেলদা আঞ্চলিক শাখার উদ্যোগে বেলদা ৮/১ অঞ্চলের জলহরি এলাকায় যথাক্রমে সরিষা শিশু শিক্ষা কেন্দ্র, বনতটা প্রাথমিক বিদ্যালয়, জলহরি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত তিনটি ত্রাণ বন্টন শিবিরের মাধ্যমে ১০৫ টি দুঃস্থ পরিবারের হাতে খাদ্যসামগ্রী হিসেবে আলু, পেঁয়াজ, ডাল, সরিষার তেল সোয়াবিন, বিস্কুট, লবণ, মশলা গুঁড়ো ও মাস্ক তুলে দেওয়া হয়। পাশাপাশি যে সমস্ত অসর্মথ মানুষ ত্রাণ বিতরণ শিবিরে আসতে পারেননি, তাদের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেন শিক্ষক নেতৃত্ব।

উপস্থিত ছিলেন, সংগঠনের আঞ্চলিক শাখার সম্পাদক সৌমেন মন্ডল, পৃথ্বীনাথ সিং, বাবলু ধল, প্রদীপ মাজি, সুজিত ঘোষ, স্বপন মণ্ডল, রবীন্দ্রনাথ দাস, প্রভাত শতপথী সুভাষ শীট প্রমুখ শিক্ষক নেতৃত্ব। উল্লেখ্য এর আগে পশ্চিম মেদিনীপুর জেলার এবিটিএ’র উদ্যোগে ঘাটাল ও গোয়ালতোড় এলাকায় ত্রাণ বিলি করা হয়।

