শিক্ষা সংক্রান্ত নানা দাবিতে ডিআই অফিসে এবিটিএ’র ডেপুটেশন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: শিক্ষা সংক্রান্ত নানা দাবিতে মঙ্গলবার বিকেলে এবিটিএ’র পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়েছে। শহরের রবীন্দ্রনগরে অবস্থিত শিক্ষক সংগঠনের জেলা দপ্তর গোলোকপতি ভবন থেকে শিক্ষক শিক্ষাকা শিক্ষাকর্মীরা মিছিল করে বিদ‍্যালয় পরিদর্শকের দপ্তরে যান। যে দাবিতে এদিনের ডেপুটেশন সেগুলি হলো-
 

বাণিজ্যমুখী নয়া কেন্দ্রীয় শিক্ষা নীতি বাতিল করা, শিক্ষাক্ষেত্রে গেরুয়া করণ ও বাণিজ‍্যিকীকরণ বন্ধ করা, ২০১৬’র ১লা জানুয়ারির পরে অবসর নেওয়া শিক্ষকদের​ পেনশন সংক্রান্ত জটিলতা দূর করা, গ্রাজুয়েট শিক্ষক, পার্শ্ব-শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বৈষম্য দূর করা, ২০১৯-২০ আর্থিক বর্ষে ১২ মাস নাকি ১৩ মাসের ট‍্যক্স সংক্রান্ত জটিলতা দূর করা ইত্যাদি। এগুলি সহ মোট ৫২ দফা দাবিতে এদিনের ডেপুটেশন হয়। ডেপুটেশনে নেতৃত্ব দেন জেলা সম্পাদক বিপতারণ ঘোষ, সভাপতি বিকাশ পট্টনায়েক, প্রাক্তন জেলা সম্পাদক অশোক ঘোষ, শিক্ষক নেতৃত্ব মৃণাল কান্তি নন্দ, জগন্নাথ খান, সুধাপদ বসু, সত‍্যকিংকর হাজরা প্রমুখ। স্বাস্থ্য বিধি মেনে শতাধিক শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মী এদিনের প্রতিনিধি মূলক ডেপুটেশনে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *