কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ আগস্ট: শিক্ষায় বেসরকারীকরণ ও বাণিজ্যিকরণের প্রতিবাদে বিক্ষোভ দেখাল বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ’র ঘাটাল মহকুমা কমিটি। আজ সোমবার ঘাটাল পাঁশকুড়া বাসস্ট্যান্ডে ক্ষুদিরাম মূর্তির সামনে সংগঠন কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
ছিলেন সংগঠনের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও জেলা সহ-সভাপতি সুমন ঘোষ, ঘাটাল জোনাল কমিটির সম্পাদক সৌরভ চক্রবর্তী, মহাকুমা কমিটির সম্পাদক শ্রীবাস জানা। বক্তব্য রাখেন শিক্ষক নেতা সুমন ঘোষ, পলাশ সিংহ রায়, চন্দন ভট্টাচার্য এবং দেবাশীষ ঘড়ুই। কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতির বিরুদ্ধে বলেন বক্তারা। কেবলমাত্র ধনী পরিবারের ছাত্রছাত্রীরা এই শিক্ষানীতিতে লাভবান হবেন বলে বক্তারা বলেন।

