আমাদের ভারত, কলকাতা, ১২ ডিসেম্বর: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত সঠিক, জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ৩৭০ ধারা লাগু ছিল অস্থায়ী ব্যবস্থা, রায় সুপ্রিম কোর্টের। এর প্রেক্ষিতে শ্রদ্ধার সঙ্গে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করলেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপির প্ররাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।
তথাগতবাবু মঙ্গলবার এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “তিনি তাঁর স্বর্গীয় আবাস থেকে আমাদের দিকে হাসছেন… তিনি হলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়, আমার এবং অন্যান্য অগণিত মানুষের আদর্শ। তিনি বলেছিলেন, “এক দেশ মে দো বিধান, দো নিশান, দো প্রধানমন্ত্রী নেহি চালেঙ্গে” (এক দেশে দুই আইন, দুই পতাকা, দুই প্রধান থাকতে পারে না)। ডঃ মুখার্জি অমর রহে!”
এই সঙ্গে তথাগতবাবুর আর্জি, “পশ্চিমবঙ্গ বিজেপিকে অনুরোধ: সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে শ্যামাপ্রসাদের স্বপ্ন সার্থক হল, সেই কথাটা বলুন। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা, পশ্চিমবঙ্গের স্রষ্টা, ইসলামী নির্যাতনে বিতাড়িত পূর্ববঙ্গের উদ্বাস্তুদের অন্যতম আশ্রয় এই মানুষটির নাম ভুলিয়ে দিয়েছিল কংগ্রেস-বামপন্থীরা।”
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর ভারতের অভিন্ন অঙ্গ, এতে কোনও সন্দেহের অবকাশ নেই। জম্মু-কাশ্মীরের সংবিধানের থেকে ভারতের সংবিধান উঁচুতে। জম্মু-কাশ্মীরে ভারতের সংবিধানই চলবে, জানিয়েছে সুপ্রিম কোর্ট। গত ৫ সেপ্টেম্বর এ নিয়ে রায়দান স্থগিত রেখেছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। সোমবার সেই রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।

