রাত পোহালেই কেশপুরে অভিষেকের জনসভা, প্রস্তুতির খামতি রাখতে চাইছে না নেতৃত্ব থেকে প্রশাসন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ ফেব্রুয়ারি: রাত পোহালেই পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের আনন্দপুর মাঠে রয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। আর তার আগেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে চরম ব্যস্ত পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। সভার তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই দফায় দফায় জেলা প্রশাসন থেকে জেলা নেতৃত্বদের বার বার মাঠ পরিদর্শন করতে দেখা গেছে এবং বৈঠকও করতে দেখা গেছে একাধিকবার। আর ঠিক শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা তা খতিয়ে দেখতে আনন্দপুরের মাঠে উপস্থিত দলের নেতা থেকে প্রশাসনিক আধিকারিকরা।

আগামীকালের সভা থেকে কর্মীদের কি বার্তা দেন অভিষেক সেই দিকেই নজর থাকবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের। পাশাপাশি কেশপুরের যে গোষ্ঠী কোন্দল বার বার সামনে এসেছে আর সেই কেশপুরের মাটিতে সভায় অভিষেকের বক্তব্যে কেশপুর নিয়ে আলাদা করে কি কিছু শোনা যাবে তার দিকে নজরে থাকবে সবার। সেই সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিশেষভাবে নজরদারি চালানো হয় সম্পূর্ণ মাঠে। মেটাল ডিটেক্টর এবং মঞ্চ সহ মাঠ পরিদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *